
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সাগরদিঘির বিধায়কের বাড়িতে আয়কর হানা। বুধবার সাত সকালে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বাইরন বিশ্বাসের ধুলিয়ানের বাড়িতে হানা দেয় আয়কর দপ্তরের একটি দল। এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বাইরন বিশ্বাসের বাড়িতে পৌঁছে যান আয়কর দপ্তরের কর্তারা। এরপরই তারা বাড়ি জুড়ে তল্লাশি শুরু করেন। বিধায়কের বাড়ির সামনে অনেকেই জড়ো হলেও কাউকেই বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। সূত্রের খবর, বিধায়কের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। তাই এই তল্লাশি অভিযান। প্রসঙ্গত, সাগরদিঘির
বিধায়কের পারিবারিক বিড়ি ব্যবসা সহ হাসপাতাল, রাসায়নিক উৎপাদন সহ একাধিক ব্যবসা রয়েছে। সূত্রের খবর বাইরন বিশ্বাসের পরিবারের মোট সাতটি জায়গায় আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছে।
এদিন মুর্শিদাবাদ এবং বীরভূমের একাধিক এলাকায় হানা দিয়েছে আয়কর দপ্তর। তার মধ্যে বাইরন বিশ্বাসের বাড়িও রয়েছে। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে মারা যান সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে ওই কেন্দ্রে জয়ী হন বাইরন। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি তৃণমূলে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কানাই চন্দ্র মণ্ডল বলেন, ‘বাইরন বিশ্বাসের পরিবারের একাধিক ব্যবসা রয়েছে। তারা সরকারকে যথাযথ আয়কর দিয়েই ব্যবসা চালায়। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল বিধায়ক এবং তৃণমূল দলকে কালিমালিপ্ত করার জন্য বিজেপির নির্দেশে এই আয়কর হানা চালানো হয়েছে।’ তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন, ‘কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি নিয়ন্ত্রণ করে না। বিধায়কের বিরুদ্ধে নিশ্চয়ই কোনও আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই এই হানা।’
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও